Highlights

এক মাসের ব্যবধানে গ্রাহক বেড়েছে টেলিটকের

Published

on

নিউজ ডেস্ক:
দেশে এক মাসের ব্যবধানে ৫ লাখ ৩০ হাজার গ্রাহক সংযোগ কমেছে মোবাইল ফোন অপারেটরগুলোর।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি’র দেওয়া তথ্য অনুযায়ী, মার্চ মাসের তুলনায় এপ্রিল মাসে বেসরকারি তিন মোবাইল অপারেটরের গ্রাহক কমলেও গ্রাহক বৃদ্ধি পেয়েছে রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটকের।

বিটিআরসি’র তথ্য বিশ্লেষণে দেখা গেছে, মার্চ থেকে এপ্রিল মাসে টেলিটক নতুন গ্রাহক পেয়েছে ৬০ হাজার। মার্চ মাসে এ অপারেটরটির গ্রাহক ছিল ৫ কোটি ৬৯ লাখ, যা একমাসের ব্যবধানে হয়েছে ৫ কোটি ৭৫ লাখ।

অপরদিকে একই সময়ে গ্রামীণফোন হারিয়েছে ২ লাখ ৪০ হাজার গ্রাহক, রবির কমেছে ২ লাখ ৯০ হাজার গ্রাহক এবং বাংলালিংকের ৬০ হাজার গ্রাহক। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার তথ্য বলছে, দেশে এপ্রিল শেষে মোট সিম ব্যবহারকারী ১৭ কোটি ৪১ লাখ, যা মার্চ মাস শেষে ছিল ১৭ কোটি ৪৬ লাখ ৩০ হাজার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version