Highlights

এক ঘণ্টা পর সচল বিশ্বের প্রভাবশালী সংবাদমাধ্যমের ওয়েবসাইটগুলো

Published

on

টেক এক্সপ্রেস ডেস্ক:
এক ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকার পর আবার সচল হয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান, ফিনানসিয়াল টাইমস, ইনডিপেন্ডেন্ট, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমসসহ বিশ্বের প্রভাবশালী সংবাদমাধ্যমগুলো।

মঙ্গলবার বিকাল চারটার পরপর সংবাদ মাধ্যমগুলোর ওয়েবসাইট অচল হয়ে যায়।

অচল হওয়ার তালিকায় আরও ছিল যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন, ব্লুমবার্গ নিউজ ও ব্রিটিশ সরকারের গভ.ইউকে ওয়েবসাইট। কাতারভিত্তিক আল-জাজিরা এবং বিবিসি ওয়েবসাইটও সাময়িকভাবে সমস্যার মুখে পড়েছিল।

যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইট এখন অনলাইনে অ্যাভেইলেবল দেখাচ্ছে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম ইন্টারনেটভিত্তিক বাণিজ্য কোম্পানি অ্যামাজনের ওয়েবসাইটে সমস্যা দেখা দিলেও এখন আবার পূর্বের অবস্থায় ফিরে এসেছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, অচল হওয়া সাইটগুলোতে ‘এরর ৫০৩ সার্ভিস আনঅ্যাভেইলেবল’এবং ‘কানেকশন ফেইলর’ দেখা দেয়ায় পাঠকরা ওয়েবসাইটগুলোতে প্রবেশ করতে পারছিলেন না। পাঠকরা সিএনএনে প্রবেশ করলে সেখানে ‘ফাস্টলি এরর: আননোন ডোমেইন: সিএনএন.কম’ দেখিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, এসব প্রতিষ্ঠানকে সানফ্রানসিস্কোভিত্তিক ফ্যাস্টলি নামের ক্লাউড কম্পিউটিং কোম্পানি ‘এজ ক্লাউড’ সেবা দিয়ে থাকে। এর মাধ্যমে ওয়েবসাইটগুলো দ্রুত লোড করতে পারে এবং ‘ডিনায়াল অফ সার্ভিস’ বা ডস হ্যাকার আক্রমণ থেকে সাইটগুলোকে রক্ষা করে। এ অবস্থায় ফ্যাস্টলি তাদের সিডিএন- গ্লোবাল কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্কের সমস্যাগুলো সমাধান করলে ওয়েবসাইটগুলো পূর্বের অবস্থায় অনলাইনে পুরোপুরি সচল হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version