Tech Express
techexpress.com.bd

ঊনত্রিশ সহস্রাধিক ভিডিও ডিলেট করলো টিকটক

নিজস্ব প্রতিনিধি:
গেল ৬ মাসে শুধু ইউরোপে ২৯ হাজার করোনা সম্পর্কিত ভিডিও ডিলিট করেছে টিকটক। নীতিমালা অমান্য করার কারণেই এ ভিডিওগুলো সরানো হয় বলে দাবি কর্তৃপক্ষের।

টিকটক বলছে, কোনো ব্যক্তির স্বাস্থ্য বা জননিরাপত্তার জন্য হুমকি তৈরি করে এমন ভুয়া তথ্য ছড়ানোর অনুমোদন প্রতিষ্ঠানটি দেয় না।

প্রতিষ্ঠানটি জানায়, ২৯ হাজার ভিডিও তারা সরিয়েছে তার মধ্যে তিন হাজার ভিডিওতে চিকিৎসা বিষয়ে ভুয়া তথ্য ছিল। এ ভিডিওগুলোর সংখ্যা কম বলেও দাবি করেছে প্রতিষ্ঠানটি। নীতিমালা মানছে না করোনাভাইরাস সম্পর্কিত এমন ভিডিওর সংখ্যা প্রতি মাসেই কমছে বলেও জানায় করেছে টিকটক। মার্চ মাসে এ সংখ্যা ছিল সবচেয়ে বেশি। ৯ জুলাই সর্বশেষ স্বচ্ছতা প্রতিবেদন প্রকাশ করেছে টিকটক।

প্রতিবেদনে দেখা গেছে, ২০১৯ সালের জুলাই থেকে ডিসেম্বর মাসের মধ্যে চার কোটি ৯০ লাখ ভিডিও সরিয়েছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে নগ্নতা বা যৌনতা দেখানোর কারণে এক চতুর্থাংশ ভিডিও সরিয়েছে টিকটক। টিকটক বলছে, এ বছরের কতগুলো ভিডিওতে করোনাভাইরাস বিষয়ে ভুয়া তথ্য ছিল তা ‘একদম নিশ্চিতভাবে বলাটা কষ্টকর।’

Leave A Reply

Your email address will not be published.