Automobile

ইলেকট্রিক বাইক আনছে হোন্ডা

Published

on

নিজস্ব প্রতিবেদক:
শিগগিরই বাজারে ইলেকট্রিক স্কুটার আনছে হোন্ডা। ২০১৯ সালের জাপানের টোকিওতে অনুষ্ঠিত মোটর শোতে হোন্ডা তাদের এই স্কুটার প্রদর্শন করে। এবার ভারতে চলছে এর টেস্টিং।

অটোমোটিভ রিসার্চ অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া ভারতে হোন্ডার ই-বাইক টেস্টিং করছে। এটার মডেল হোন্ডা বেনলি।

খুবই সাধারণ দেখতে হোন্ডা বেনলি। এই স্কুটারে ষড়ভুজাকার লেড লাইট দেখা যাবে। সঙ্গে থাকছে সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। এই স্কুটারের সামনে থাকছে একটি বাস্কেট। এছাড়াও স্কুটার থেকেই স্মার্টফোন ও অন্যান্য ডিভাইস চার্জ করার ব্যবস্থা থাকছে।

হোন্ডা বেনলিতে ব্যবহার হয়েছে ইএফ০৭এমএসি সিক্রোনাস মোটর। এই স্কুটারের সর্বোচ্চ ৩.৭৫ বিএইচপি শক্তি ও ১৩ এনএম টর্ক পাওয়া যাবে। সঙ্গে থাকছে লিথিয়াম-আয়ন ব্যাটারি। এক চার্জে ৪৩ কি.মি. চলবে এই স্কুটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version