Tech Express
techexpress.com.bd

ইউটিউব-টিকটককে টেক্কা দিতে বদলে যাচ্ছে ইনস্টাগ্রাম

নিউজ ডেস্ক:
অন্যতম সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম। প্রতিদিন ৩০০ মিলিয়নেরও বেশি মানুষ ইনস্টাগ্রাম ব্যবহার করে যারা কিনা ফটো শেয়ার করে থাকে। প্রতিদিন ৭০ মিলিয়ন স্থিরচিত্র এবং ভিডিও শেয়ার করা হয় ইনস্টাগ্রাম এর মাধ্যমে।

বর্তমানে ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের মধ্যে বিরাট বদল। ছবি শেয়ারিং অ্যাপ হয়ে আর বসে নেই ইনস্টাগ্রাম। সংস্থার প্রধান আদাম মোসেরি জানাচ্ছেন, ইনস্টাগ্রামের ব্যবহার বদলে গেছে। এটা আর ‘স্কয়ার ফটো-শেয়ারিং অ্যাপ’ হিসেবে থাকছে না।

ইনস্টাগ্রামকে ভিডিও প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করছেন একটা বিরাট অংশ। তাই ২০২১-র মাঝামাঝি সময় থেকেই অ্যাপের অন্দরমহল বদলের ভাবনাচিন্তা নিচ্ছে সংস্থা।

গুগল, ইউটিউব, টিকটকের পাশাপাশি অন্যান্য সোশ্যাল মিডিয়াকে টেক্কা দিতে এন্টারটেইনমেন্ট এবং ভিডিও ঢেলে সাজানোর জন্য প্রস্তুত হচ্ছে। ক্রিয়েটর, ভিডিও, শপিং এবং মেসেজিং, এই চার জায়াগায় নজর ইনস্টাগ্রাম কর্মকর্তাদের।

ইনস্টাগ্রামে অন্যান্য ফিচারের থেকে বেড়ে গিয়েছে জিটিভির ব্যবহার। অনেক দেশে টিকটক বন্ধ হয়ে যাওয়ায় শাপে বর হয়েছে সংস্থার। আর তাতেই হু হু করে বাড়ছে রিলের ব্যবহার।

Leave A Reply

Your email address will not be published.