Highlights

আইসিটি বিভাগের বার্ষিক উন্নয়ন কর্মসূচির পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Published

on

নিজস্ব প্রতিবেদক, টেক এক্সপ্রেস:
আইসিটি বিভাগের ২০২০-২১ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের তৃতীয় পর্যালোচনা সভা করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বৃহস্পতিবার নিজ এলাকা থেকেই অনলাইনে এ সভায় সভাপতিত্ব করেন তিনি।

এসময় অনলাইনে যুক্ত হন- আইসিটি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেব, এটুআই এর নীতি উপদেষ্টা আনীর চৌধুরি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের ডিজি এবিএম আরশাদ হোসেনসহ বিভাগের অধীন বিভিন্ন সংস্থা প্রধান এবং বিভিন্ন প্রকল্প পরিচালকগণ।

সভায় প্রতিমন্ত্রী কর্মপরিকল্পনা অনুযায়ী গুণগতমান বজায় রেখে প্রকল্পের কাজ যথাসময়ে শেষ করতে প্রকল্প পরিচালক গনকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন। প্রকল্পপ পরিচালকগন প্রকল্প সমূহের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার আশাবাদ ব্যক্ত করেন।

চলতি (২০২০-২১) অর্থবছরে আইসিটি বিভাগের অধীন মোট ২৫ টি প্রকল্পের জন্য এডিপিতে বরাদ্দ রয়েছে ১৪১৪.৭৯ কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version