Highlights

আইসিটি খাতে ১৭২১ কোটি টাকা বরাদ্দ

Published

on

নিউজ ডেস্ক:
২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের জন্য ১ হাজার ৭২১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। যা গত অর্থবছরের তুলনায় ৩০৬ কোটি টাকা বেশি।

বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে বাজেট প্রস্তাব তুলে ধরেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি অর্থমন্ত্রী হিসেবে মুস্তফা কামালের তৃতীয় বাজেট। আর ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের টানা ১৩তম বাজেট। ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার এ বাজেট দেশের ইতিহাসে সর্ববৃহত বাজেটও বটে।

এবারের বাজেটে আইসিটি বিভাগে বরাদ্দ রাখা হয়েছে এক হাজার ৭২১ কোটি টাকা। গত অর্থবছরে এ বিভাগের জন্য প্রস্তাবিত বাজেট ছিল এক হাজার ৪১৫ কোটি টাকা। সেই হিসেবে এবারের বরাদ্দ প্রস্তাব ৩০৬ কোটি টাকা বেশি। তবে গেল অর্থবছরে সংশোধিত বাজেটে আইসিটি বিভাগের বরাদ্দ ছিল এক হাজার ৩১ কোটি টাকা। সেই হিসেবে সংশোধিত বাজেট বরাদ্দের তুলনায় এবারের বরাদ্দ প্রস্তাব ৬৯০ কোটি টাকা বেশি। অর্থ্যাৎ গত অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় এবার আইসিটি খাতে ৬৬ শতাংশ বেশি প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

করোনাকালীন সময়ে দেশের যোগাযোগ ব্যবস্থা যখন আইসিটি খাতের ওপর সর্বাধিত নির্ভরশীল, তখন এ খাতে অধিক অর্থ বরাদ্দের দাবি জানিয়ে আসছিলেন খাত সংশ্লিষ্টরা। এখন দেখার বিষয় যে, সংশোধিত বাজেটে শেষপর্যন্ত এ বিভাগে কত বরাদ্দ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version