Connect with us

Software

অ্যাপলের সফটওয়্যারে আসছে নতুন আপডেট

Published

on

নিউজ ডেস্ক:
আইফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের বার্ষিক ডেভেলপার সম্মেলন গত সোমবার শুরু হয়েছে। আইফোন, এয়ারপডস, ফ্লেক্সিবল আইপ্যাডসহ বিভিন্ন ডিভাইসের সফটওয়্যার আপডেটের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হচ্ছে এতে। প্রতিষ্ঠানটির ডিভাইসগুলোর সফটওয়্যারে যে আপডেট আসছে-

আইফোন আপডেট :

এবারের সম্মেলনে আইফোনে নতুন নতুন আপডেট আনা হবে। এর মধ্যে সবচেয়ে বেশি শোনা গেছে ভিডিও চ্যাট ফিচারের কথা। বিশেষজ্ঞরা বলছেন, ফিচারটি চালু করা হলে আইফোন ব্যবহারকারীদের জুম ব্যবহার করতে হবে না। কারণ এর ভিডিও ফিচার অনেক স্পষ্ট। আইফোনে আরো আসছে শেয়ারপ্লে ফিচার। এর মাধ্যমে ব্যবহারকারীরা চ্যাট করার পাশাপাশি সিনেমা দেখতে ও গান শুনতে পারবেন।

এয়ারপডস :

আইফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল এখন পর্যন্ত নতুন এয়ারপডসের ব্যাপারে কোনো কিছু জানায়নি। তবে চলতি বছরের প্রথম থেকে ব্যবহারকারীদের জন্য এয়ারপডস প্রো ও এয়ারপডস ম্যাক্স আপগ্রেড করা শুরু করেছে তারা। অনেকে আশা করছেন, এয়ারপডসে এবার ‘কনভারসেশন বুস্ট’ মোড ব্যবহার করার সুযোগ পাওয়া যাবে। অ্যাপল বলেছে, এয়ারপডসে নতুনত্ব আনার কাজ করছে তারা।

আরো ফ্লেক্সিবল হচ্ছে আইপ্যাড :

কয়েক বছর ধরে সৃজনশীলদের কাছে সমাদর পেয়ে আসছে আইপড। ছবি আঁকা ও সম্পাদনা, অডিও ও ভিডিও তৈরিসহ আরো বিভিন্ন কাজে ব্যবহার করা হয় আইপ্যাড। এখন থেকে আইপ্যাড অপারেটিং সিস্টেমে স্ক্রিনে মাল্টি-টাস্কিং মেনু যুক্ত করা হবে। ফলে ছোট আকারের পপ-আপ মেনুটি ব্যবহার করে সহজেই আইপ্যাডে কোনো ছবি বা ভিডিও ফুল স্ক্রিনে আনা যাবে। একই সঙ্গে আইপ্যাডের বিভিন্ন অ্যাপ আপডেট করার ব্যাপারে কনফারেন্সে আলোচনা হয়েছে।

অ্যাপল ওয়াচে অপারেটিং সিস্টেম ৮ :

অ্যাপল ওয়াচে আসছে নতুন ফিচার। রিল্যাক্সেশন ও শ্বাস নেয়ার ব্যায়াম করার জন্য অনেকে ব্রেথ অ্যাপ ব্যবহার করেন। এ অ্যাপেও আপডেট করা হচ্ছে। অ্যাপল বলেছে, গত বছর স্লিপ ট্র্যাকিংয়ের যে ফিচার চালু করা হয়েছিল, সেটিও আপডেট করা হবে। এর মাধ্যমে যে ব্যবহারকারীরা ঘুমের সমস্যায় ভুগছেন, তারা উপকৃত হবেন।

ম্যাক অপারেটিং সিস্টেম :

ম্যাক অপারেটিং সিস্টেমের নতুন ভার্সনের নাম রাখা হয়েছে মানিটারি। এর আরেকটি নাম ইউনিভার্সাল কন্ট্রোলস। বর্তমানে এটি কেবল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রচলিত। তবে অ্যাপল বলছে, এটি বিশ্বব্যাপী দ্রুত চালু করা হবে। ম্যাক, আইপ্যাড ও আইফোনেও এটি ব্যবহার করা যাবে। এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ম্যাকের দ্বিতীয় মনিটর হিসেবে আইপ্যাড ব্যবহার করতে পারবেন। একই সঙ্গে তারা ব্রাউজারের নতুন কয়েকটি ফিচারও যোগ করেছে।

গোপনীয়তা রক্ষা :

অ্যাপল ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষায় কঠোর পদক্ষেপ নিচ্ছে। এরই মধ্যে অ্যাপল কয়েকটি নতুন নিরাপত্তাবিষয়ক ফিচার চালুর ঘোষণা দিয়েছে। এগুলোর মাধ্যমে ব্যবহারকারীর আইপি অ্যাড্রেস সম্পর্কিত তথ্য গোপন রাখা সম্ভব। আইক্লাউডের প্রিমিয়াম ব্যবহারকারীরাও এ ফিচারগুলো ব্যবহার করতে পারবেন।

অ্যাপ প্রাইভেসি রিপোর্ট ও ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে এ আপডেট করা হবে। তাছাড়া ওয়ালেট অ্যাপের মাধ্যমে প্রয়োজনীয় ব্যাংকিং ও সরকারি কার্ড সংরক্ষণ করা যাবে, যা ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষায় সহায় হবে।

হোমকিট ও টিভি অপারেটিং সিস্টেম ১৫-এ আসছে আপডেট :

অ্যাপল কখনো চায় না ব্যবহারকারীরা কেবল অ্যাপল ওয়াচ ও আইফোনই ব্যবহার করুক। সে কারণে হোমকিট ও টিভি অপারেটিং সিস্টেমে আপডেট করা হচ্ছে। অ্যাপল বলেছে, এ দুটি ডিভাইস সম্পূর্ণ আলাদা। বিশেষ করে অ্যাপল ব্যবহারকারীদের জন্য সুখবর হলো এর সব ডিভাইসে এখন থেকে ভয়েস অ্যাসিস্ট্যান্টে হোমকিট সাপোর্ট করবে। একই সঙ্গে টিভি অপারেটিং সিস্টেম ১৫-এ করা হবে আপডেট।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Computer

উইন্ডোজ ১১ ইনস্টল করতে চান?

Published

on

নিউজ ডেস্ক:
সম্প্রতি নতুন কম্পিউটার অপরেটিং সিস্টেম (ওএস) উইন্ডোজ ১১ অবমুক্তের ঘোষণা দিয়েছে বিশ্বখ্যাত সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট। প্রথম লুকেই কম্পিউটার ব্যবহারকারীরা নতুন এই সিস্টেমের প্রেমে পড়ে গেছেন!

কিন্তু বিপত্তি হচ্ছে, নতুন উইন্ডোজ অবমুক্তের ঘোষণা এলেও এর চূড়ান্ত সংস্করণ এখনো তারা অনলাইনে উন্মুক্ত করেনি। নিয়ম অনুযায়ী তারা শুরুতে কেবল উইন্ডোজের বেটা/ ডেভেলপার সংস্করণ উন্মুক্ত করেছে। এই সংস্করণটি স্থিতিশীল সংস্করণ নয়, ব্যবহারকারী টুকটাক নানান সমস্যায় পড়তে পারেন। এরকম সমস্যাগুলোকে সনাক্ত করে সমাধান করার পরই মাইক্রোসফট চূড়ান্ত সংস্করণ উন্মুক্ত করবে।

তবে নতুন সংস্করণটির দৃষ্টি নন্দন ডিজাইন, ফিচার ও ইন্টরফেস দেখে যারা আর তর সইতে পারছেন না, তারা জেনে নিন ইনস্টল করার পদ্ধতি। আপনি উইন্ডোজ ১০ ব্যবহারকারী হলে এই ৩ ধাপেই উইন্ডোজ ১১-তে আপগ্রেড বা ইনস্টল করতে পারবেন :

১. হেলথ চেক করে দেখুন আপনার কম্পিউটারের কনফিগারেশন উইন্ডোজ ১১-এর উপযোগী কিনা। পিথি হেলথ চেক টুলটি https://aka.ms/GetPCHealthCheckApp লিংক থেকে ডাউনলোড শেষে ইনস্টল করে চেক করুন।

২. কম্পিউটার স্টাট/রিস্টার্টের মুহূর্তে কিবোডের F2 কিংবা Delete বাটন চেপে মাদারবোডের বায়োসে প্রবেশ করুন। সেখানের Peripherals বা অন্য কোনো অপশনে গিয়ে Trusted Platform Module (TPM) সংক্রান্ত অপশনটা Enable/On করে দিন। এরপর F10 চেপে সেভ করে বের হয়ে আসুন।

৩. সবশেষে কম্পিউটারের সেটিংসে (Start > Settings) গিয়ে সবার নিচে Windows Insider Program সিলেক্ট করুন। আপনার হটমেইল বা আউটলুক ইমেইল লগইন করা না থাকলে সেখানে সাইন ইন করুন। এরপর Pick your insider settings option এ ক্লিক দিয়ে Beta channel (Recommended) সিলেক্ট করুন। এরপর সেটিংসের (Start > Settings) Windows Update অপশনে গিয়ে আপডেট/আপগ্রেড/ইনস্টল করুন।

কম্পিউটারের ন্যূনতম কনফিগারেশন :

প্রসেসর : ১ গিগাহার্জ বা তারও বেশি গতির ২ বা ততোধিক কোরের ৬৪-বিটের প্রসেসর।
র‌্যাম : ৪ গিগাবাইট।
স্টোরেজ : হার্ডডিস্কে ৬৪ গিগাবাইট+ ফাঁকা স্পেস।
সিস্টেম ফার্মওয়্যার : ইউইএফআই, সিকিউর বুট বান্ধব।
টিপিএম : ট্রাস্টেড প্ল্যাটফর্ম মডিউল (টিপিএম) ২.০।
গ্রাফিকস : কমপক্ষে ডিরেক্টএক্স ১২ সমর্থন করতে হবে, এর সঙ্গে উইন্ডোজ ডিসপ্লে ড্রাইভার মডেল (ডব্লিউডিডিএম) ২.০ ড্রাইভার থাকতে হবে।
ডিসপ্লে : ৯ ইঞ্চির বেশি এইচডি (৭২০ পিক্সেল) রেজল্যুশন।

এছাড়া উইন্ডোজের আইএসও ফাইল অনলাইন থেকে ডাউনলোড করে সেটি ISO to bootable USB Tool দিয়ে পেনড্রাইভে বার্ন/রাইট করে গতানুগতিকভাবে সেটা থেকে সেটআপ দেয়া যাবে।

সূত্র : ইন্টারনেট।

Continue Reading

Computer

উইন্ডোজ ১১-তে সরাসরি চলবে অ্যান্ড্রয়েড অ্যাপ

Published

on

নিউজ ডেস্ক:
সম্প্রতি ‘হোয়াটস নেক্সট ফর উইন্ডোজ’ আয়োজনে নিজেদের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১১ দেখিয়েছে মাইক্রোসফট। এই অপারেটিং সিস্টেমে সহজেই অ্যান্ড্রয়েড অ্যাপ চালাতে পারবেন ব্যবহারকারীরা। মাইক্রোসফট নিজেই এ খবর সম্পর্কে জানিয়েছে।

এতদিন উইন্ডোজে বিভিন্ন ইমুলেটর ব্যবহার করে অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহার করতে পারতেন ব্যবহারকারীরা। মাইক্রোসফট এ বাধাটিই আর রাখছে না। নতুন উইন্ডোজে সরাসরি স্টার্ট মেনু থেকে অ্যাপ নির্বাচন করে নিতে পারবেন আগ্রহীরা। চাইলে টাস্কবারেও আইকন সেভ করে রাখা যাবে।

মাইক্রোসফটের অ্যাপ স্টোরেই পাওয়া যাবে অ্যান্ড্রয়েড অ্যাপ। আবার কেউ চাইলে অ্যামাজনের অ্যাপ স্টোর থেকেও ইনস্টল করে নিতে পারবেন। গোটা অভিজ্ঞতাটিকে মসৃণ করতে ‘ইনটেল ব্রিজ প্রযুক্তি’ ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি। আয়োজনের কিনোটে এ প্রসঙ্গে জানিয়েছেন মাইক্রোসফটের প্রধান পণ্য কর্মকর্তা পানোস পানায়।

এএমডি সিস্টেমেও যে অ্যান্ড্রয়েড অ্যাপ চলবে, তা-ও নিশ্চিত করেছে মাইক্রোসফট।

Continue Reading

Computer

উইন্ডোজ ১১ -এর নকশা ফাঁস

Published

on

এখনও আনুষ্ঠানিকভাবে উইন্ডোজ ১১ দেখায়নি মাইক্রোসফট। কথা রয়েছে ২৪ জুন ভার্চুয়াল এক আয়োজনের মধ্য দিয়ে উইন্ডোজের নতুন সংস্করণটি আনবে তারা। কিন্তু এরই মধ্যে ফাঁস হয়ে গেছে নতুন উইন্ডোজের নকশা।

টুইটারে রীতিমতো ভিডিও আপলোড করে নতুন উইন্ডোজ ১১ এর নকশার কিছুটা দেখিয়ে দিয়েছেন প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জের জ্যেষ্ঠ সম্পাদক টম ওয়ারেন।

এ নিয়ে বিস্তারিত প্রতিবেদনও প্রকাশিত হয়েছে সাইটটিতে। ফাঁস হওয়া নকশায় দেখা গেছে নতুন উইন্ডোজের ডিফল্ট ওয়ালপেপার। আপাতত ধারণা করা হচ্ছে, ডার্ক ও লাইট দুই মোডেই ওয়ালপেপারটি পাওয়া যাবে। ভার্জ দাবি করছে, ফ্লো, গ্লো এবং ক্যাপচার্ড মোশন নামে কয়েক ধাঁচের ওয়ালপেপারের দেখা মিলবে নতুন উইন্ডোজ সংস্করণে। চূড়ান্তভাবে কোনটিকে দেখা যাবে তা এখনই বলা যাচ্ছে না।

ফাঁস হওয়া ভিডিওতে উইন্ডোজ ১১ এর উইজেট এবং টাস্কবারেও পরিবর্তন চোখে পড়েছে। বাম পাশের বদলে স্ক্রিনের ঠিক মাঝ বরাবর চোখে পড়েছে নতুন টাস্কবারটিকে। এ ছাড়াও সংবাদ, আবহাওয়া বার্তা এবং অন্যান্য ওয়েব কনটেন্টের জন্য উইন্ডোজ উইজেট আনার ব্যাপারে বলছে মাইক্রোসফট।

কথা ছিল, উইন্ডোজ ১০ এর পর আর কোনো উইন্ডোজ সংস্করণ আসবে না। কিন্তু কিছুদিন আগেই মত পাল্টানোর আভাস দেন মাইক্রোসফট প্রধান নির্বাহী ও সম্প্রতি চেয়ারম্যান নির্বাচিত সত্য নাদেলা। পরবর্তী প্রজন্মের উইন্ডোজ আনার খবরও জানান তিনি। এর পরপরই ২০২৫ সালের অক্টোবরের পর আর উইন্ডোজ আপডেট না আনার খবর জানায় প্রতিষ্ঠানটি।

Continue Reading

Trending